কলকাতা: উত্তরের হিমেল হাওয়ার দাপটে শীত পড়েছে কলকাতায়। শনিবার (১০ ডিসেম্বর) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে আটকে ছিলো শীত। নিম্নচাপ কিছুটা সরে যেতেই ঠাণ্ডা পড়তে শুরু করেছে।
শীতের ফলে কুয়াশার দাপটও বেড়েছে। ভোরের দিকে কুয়াশার ফলে শহরের রাস্তায় যানবাহন চলছে ধীরে। রেল চলাচলের ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা গেছে। আবহাওয়াবিদরা মনে করছেন আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা আরও পড়তে পারে।
কলকাতায় শুক্রবার (৯ ডিসেম্বর) ছিলো এ মৌসুমের শীতলতম দিন। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। কিন্তু সেই ঘূর্ণিঝড়ের গতি খুব ধীর। যদি সেই ঝড় উপকূলে আছড়ে পড়ার আগেই দুর্বল হয়ে যায় তবে তাপমাত্রার পারদ আরও কমতে পারে।
অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে আন্দামানে খারাপ আবহাওয়ার জন্য আটকেপড়া পর্যটকদের উদ্ধার কাজ প্রায় শেষের দিকে। সেখানে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে।
পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পর্যটকরা সবাই নিরাপদ স্থানে রয়েছেন বলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শীত পড়ায় খুশি কলকাতার মানুষ। শনিবার ছুটির দিন হওয়ায় চিড়িয়াখানা, ভিক্টরিয়া মেমোরিয়ালসহ বিভিন্ন বিনোদনের স্থানে যথেষ্ট জনসমাগম হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এসএস/এএটি/এমজেএফ