কলকাতা: ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে দিল্লির এইমস হাসপাতাল সূত্রে জানা গেছে।
শনিবার (১০ ডিসেম্বর) এ অস্ত্রোপচার করা হয়।
প্রায় পাঁচ ঘণ্টা অস্ত্রোপচারের পর কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছে। এইমস হাসপাতালের ডিরেক্টর ডা. এম সি মিশ্র, ভি কে বানসল, ভি সিনু ও সন্দীপ মহাজনসহ চিকিৎসকদের একটি দল এ অস্ত্রোপচার করেন।
বর্তমানে সুষমা স্বরাজকে আইসিসিইউ-তে রাখা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে এক সপ্তাহ পর ভারতের বিদেশমন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এসএস/এসএনএস