কলকাতা: শনিবার (১০ ডিসেম্বর) রাতে শ্রীনগরের তাপমাত্রা নেমেছিলো তিন ডিগ্রি সেলসিয়াস।
রোববার (১১ ডিসেম্বর) শ্রীনগরে রাতে এ তাপমাত্রা ০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে মনে করা হচ্ছে।
আগামী দিনে তাপমাত্রা আরও নামবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আগামী কয়েক দিনে তাপমাত্রা -২ ডিগ্রি সেলসিয়াসে নামবে বলে মনে করা হচ্ছে।
একদিকে প্রবল ঠাণ্ডা অন্যদিকে তার সঙ্গে রোববার থেকে শুরুর হয়েছে বৃষ্টি। কাশ্মীরের ‘লে’ উপত্যকা অঞ্চলে তীব্র ঠাণ্ডা পড়েছে বলে জানা যাচ্ছে।
অনেক জায়গাতেই রাতে তাপমাত্রা মাইনাসে চলে যাচ্ছে। গোটা উপত্যকা জুড়ে সকালের বেশ কিছুক্ষণ থাকছে ঘন কুয়াশা।
কাশ্মীরের বেশ কিছু এলাকায় পানির পাইপে বরফ জমে যাওয়ার খবর পাওয়া গেছে। সাধারণ মানুষ আগুন জ্বালিয়ে পানির পাইপগুলোকে স্বাভাবিক করার চেষ্টা করছেন।
পেহেলগাঁও ও গুলমার্গের তাপমাত্রা দিনের বেলাতেও কখনও কখনও শূন্যের নিচে নেমে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এসএস/এএটি/