কলকাতা: ২০১৭ সালের ২৫ জানুয়ারি থেকে শুরু হবে কলকাতা বই মেলা। এবারের বই মেলার থিম ‘কোস্টারিকা’।
তবে ভারতে নোট বাতিলের প্রভাব কলকাতা বই মেলায় পড়তে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা। যদিও তারা এই বিষয়ে নানা ধরনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তবুও বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত।
এ কারণে একদিকে যেমন তারা ভারতের রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সমস্যার কথা জানিয়েছেন, অন্যদিকে স্টলগুলোতে ই-পেমেন্টের ব্যবস্থা রাখার ভাবনা চিন্তা করছেন।
উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতি বছর কলকাতা বইমেলায় ৫ হাজার বই প্রকাশিত হয়। নোট বাতিলের জেরে এ বছর সেই সংখ্যা প্রায় অর্ধেক হবার সম্ভাবনা রয়েছে। যদিও উদ্যোক্তারা জানিয়েছেন প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবার চেষ্টা করছেন তারা।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এসএস/এসএইচ