কলকাতা: মেট্রোরেল চলবে নিজের গতিতে থামবেও নির্দিষ্ট স্টেশনে, তবে থাকবে না কোনো চালক। ২০১৮ সালের মার্চ মাসের মধ্যে কলকাতায় চলবে এই মেট্রোরেল।
রোববার (১৮ ডিসেম্বর) ‘রিসার্চ ডিজাইন অ্যান্ড স্যান্ডার্ড অর্গানাইজেশন, ইন্ডিয়ান রেলওয়ের ডিরেক্টর ইয়াতিশ কুমার এই কথা জানিয়েছেন।
তিনি বলেন, চালকবিহীন এ মেট্রোরেলের জন্য ব্যবহার করা হবে একটি বিশেষ প্রযুক্তি। এই নতুন প্রযুক্তির নাম অটোমেশন-৩। এই প্রযুক্তির মাধ্যমে চালক ছাড়াই ট্রেন চলাচল করতে পারবে। আপাতত দেশের বাইরে থেকে আনা হচ্ছে এই বিশেষ ধরণের ট্রেন।
কলকাতা ছাড়া ভারতের অন্যান্য মেট্রোরেল পরিষেবায় আগে থেকেই আনা হয়েছে এই আধুনিক প্রযুক্তি। পরীক্ষামূলকভাবে ব্যবহারও করা হয়েছে। আশা করা হচ্ছে কলকাতায় ২০১৮ সালের শুরুর দিক থেকেই চালকবিহীন মেট্রোরেল যাত্রার অনুভব করতে পারবেন কলকাতার মানুষ, বলে জানান ইয়াতিশ কুমার।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এসএস/জিপি/বিএস