কলকাতা: সাবিনা ইয়াসমিন মঞ্চে তখন গাইছেন ‘ভাল আছি ভালো থেকো...’ তার সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন উপস্থিত স্রোতারা। সেই সুরের প্লাবনে প্লাবিত হচ্ছে কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়াম।
পাঁচদিন ব্যাপী বিজয় উৎসবের চতুর্থ দিনে আরও একবার বাংলাদেশ এবং ভারতের ঐতিহাসিক বন্ধুত্বের প্লাবনে শিক্ত হল কলকাতা থেকে পশ্চিমবঙ্গ হয়ে গোটা ভারত। সেই গানের সুরই বলে গেল আগামী দিনে এ বন্ধন আরও জোরালো হবে।
এদিন ঢাকাই শাড়ি থেকে শুরু করে প্রাণ কিংবা আর এফ এল প্লাস্টিক, বসুন্ধরা পেপারসের স্টলগুলির সঙ্গে ভিড় জমেছিল কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ির স্টলে। এ দিন গান গেয়েছেন গাজী মেডিকেলের চেয়ারম্যান গাজি মিজানুর রহমান, চট্টগ্রামের সুফি দল।
এ দিন নাটক ‘মহাজনের নাও’ উপস্থাপনা করেন ‘সুবচন নাট্য সংসদ’-এর শিল্পীরা।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
ভিএস/এসএইচ