কলকাতাকে পরিচ্ছন্ন রাখতে একাধিক পদক্ষেপ নেবে কলকাতা পুরসভা। পদক্ষেপগুলোর মধ্যে রাতে জঞ্জাল পরিষ্কারের বিষয়টিও আছে।
বাজার এলাকার দোকান মালিক, সবজি বিক্রেতাদের কড়া নির্দেশ দিয়েছেন পুরসভা। দোকানের ময়লা-আবর্জনা রাস্তায় জমা করা যাবে না। এই পরিকল্পনার শুরুতে কলকাতা পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে।
পুরসভা সূত্রে জানা গেছে, বাজার এলাকার দোকান এবং হকাররা নিয়ম না মানলে লাইসেন্স বাজেয়াপ্ত করা হতে পারে। কিছুদিনের মধ্যেই এই বিষয়টি অভ্যাসে পরিণত হবে বলে ধারণা করছে কর্মকর্তারা। গোটা কলকাতায় কয়েকদিনের মধ্যে নৈশ জঞ্জাল পরিষ্কার অভিযান শুরু হবে বলে আশা করছে শহরবাসী।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসএস/আরআর/আরআই