কলকাতার প্রথম ভাস্কর্য উদ্যান
কলকাতা: বহু প্রতীক্ষিত কলকাতার প্রথম ভাস্কর্য উদ্যান সাধারণের জন্য খুলে দেওয়া হবে মার্চ মাসে। কলকাতা সংলগ্ন নিউটাউন উপনগরীতে বিভিন্ন শিল্পী, ভাস্কর ও প্রকৌশলীদের যৌথ পরিকল্পনায় এ উদ্যান গড়ে তোলা হয়েছে।
২০১৪ সালে এ ভাস্কর্য উদ্যানের কাজ শুরু হয়। প্রকল্পের নির্মাণ সংস্থা হিডকো-এর কর্মকর্তারা জানিয়েছেন উদ্যানটি বিভিন্ন ধরনের মৌলিক ভাস্কর্য দিয়ে সাজানো হচ্ছে।
পৃথিবী বিখ্যাত কিছু ভাস্কর্যের আদলে নির্মিত ভাস্কর্য উদ্যানে থাকবে।
নবনির্মিত উদ্যান কেবল কলকাতার মানুষের কাছেই নয় বিদেশি পর্যটকদের কাছেও আকর্ষণের বিষয় হবে বলেও কর্মকর্তাদের আশা। তারা মনে করছেন কলকাতার মানচিত্রে এ উদ্যান একটি বিশেষ জায়গা করে নেবে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএস/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।