এর আগে এটি দার্জিলিং জেলার সঙ্গে যুক্ত ছিল।
২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে প্রথমে আলিপুরদুয়ারকে নতুন জেলা হিসেবে ঘোষণা করে।
বাণিজ্যিক দিক থেকে কালিম্পং খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক শতাব্দী ধরে চীন ও তিব্বতের সঙ্গে ডুয়ার্সের তথা পশ্চিমবঙ্গের বাণিজ্য হয় কালিম্পং হয়েই। নতুন জেলা হিসেবে ঘোষণা হওয়ায় সমস্ত দিক থেকেই কালিম্পং সমৃদ্ধ হবে বলে মনে করা হচ্ছে।
নতুন জেলা ঘোষণা উপলক্ষে বিভিন্ন ধরনের ফুলের সাজে সেজে উঠেছে কালিম্পং।
কালিম্পং জেলা ঘোষণা করায় এলাকাবাসীর মধ্যে খুশির হাওয়া বইছে। তাদের অনেক দিনের দাবি পূরণ হওয়ায় আক্ষরিক অর্থে তারা খুশি।
অনেকেই মনে করছেন ভ্যালেন্টাইন ডে’র দিনে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালিম্পংবাসীর কাছে উপহার হিসেবে নতুন এ জেলার ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ভিএস/জিপি/এএ