নয়াদিল্লিতে এই অ্যাপটির উদ্বোধন করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর। ভারতে র্যাগিং কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে একটি বড় সমস্যা।
বিশেষ করে প্রকৌশলী, ম্যানেজমেন্ট কলেজগুলোতে এ ধরনের অভিযোগ আসে সব থেকে বেশি। ইতিমধ্যেই ভারতে এ বিষয়ে কড়া আইন প্রণয়ন করা হয়েছে।
সে আইনকে আরো বেশি কার্যকর করে তুলতে নতুন অ্যাপ সাহায্য করবে বলে জানিয়েছে ইউজিসি।
যে কোনো অ্যানন্ড্রয়েড ফোনে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। র্যাগিংয়ের ঘটনা ঘটার পরেই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে।
এই অ্যাপ উদ্বোধন করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সাধারণত বিদ্যালয় বা কলেজের উঁচু ক্লাসের পড়ুয়ারা নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের সাহায্য করে। কিন্তু কিছু ক্ষেত্রে ঘটনা হয় উল্টো। তাদের হাতে নতুনদের হেনস্থা হতে হয়। মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হতে হয়।
মন্ত্রী পরিষ্কারভাবে জানান, এ ধরনের অপরাধীদের প্রতিষ্ঠানে রাখা যাবে না। তাদের শাস্তি ও জরিমানা করা হবে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ৭, ২০১৭
এসএস/জেডএম