সোমবার (১৯ জুন) বিকেল থেকে কলকাতাসহ রাজ্যের অধিকাংশ জায়গায় যে প্রবল বৃষ্টি শুরু হয়েছিলো, মঙ্গলবার (২০ জুন) দুপুর নাগাদ তার বিরতি হয়। চলতি মরশুমে কলকাতায় এটাই সবচেয়ে ভারী বৃষ্টি।
বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ তৈরি না হওয়া সত্ত্বেও ভারী বৃষ্টি হলো এবার। এতোটা বেশি বৃষ্টি যে হবে, সেটা আবহাওয়াবিদরাও বুঝতে পারেননি। তাঁরা এখন বলছেন, দুটি নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তর প্রভাবে রাজ্যজুড়ে বিপুল বজ্রমেঘের সঞ্চার হয়েছিল। সেটা থেকেই প্রবল বৃষ্টি। তবে মেঘ সঞ্চারিত হতে সময় লেগেছিল। নতুন করে এধরনের বজ্রমেঘ তৈরি হতে সময় লাগবে। আপাতত তাই শহরবাসীকে বিক্ষিপ্ত বৃষ্টি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
উত্তর-পশ্চিম রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ এখনও আছে। উত্তরবঙ্গের উপর যে নিম্নচাপটি ছিল, সেটা বাংলাদেশের উপর চলে গেছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও উত্তরবঙ্গ সংলগ্ন দক্ষিণবঙ্গের কিছু অংশে বেশি বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা গণেশ দাস জানিয়েছেন, সামগ্রিকভাবে দুই একদিন বৃষ্টি কিছুটা কম হবে। উত্তরবঙ্গের দিক থেকে বজ্রমেঘ আসার কারণে তাপমাত্রা বেশি নেমে গেছে। উত্তরবঙ্গর দিক থেকে যে মেঘ আসে তা তুলনামূলকভাবে শীতল হয়। তারই প্রভাবে কলকাতার তাপমাত্রা কমছে।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ২১ জুন, ২০১৭
ভি.এস/জেএম