ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সমবায় সপ্তাহ উপলক্ষে আলোচনা চক্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
সমবায় সপ্তাহ উপলক্ষে আলোচনা চক্র ...

আগরতলা (ত্রিপুরা): ৬৭তম অখিল ভারত সমবায় সপ্তাহ-২০২০ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) আলোচনা চক্র আয়োজন করা হয়।

ত্রিপুরা সরকারের সমবায় দপ্তর ও ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সমবায়, মৎস্য এবং রাজস্ব দপ্তরের মন্ত্রী এন সি দেববর্মা, শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, মার্কফেড'র চেয়ারম্যান ও বিধায়ক কৃষ্ণধন দাস প্রমুখ।

বিপ্লব কুমার দেব বলেন, সমবায় করা হয় উন্নতির জন্য। এতে রাজ্যের ৮ লাখ মানুষ প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে জড়িত রয়েছে। ২৮০৮টি সমবায় সমিতি রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করছে। বর্তমান সরকারের সময়ে ২০০টির বেশি সমবায় সমিতি চালু হয়েছে। এছাড়া পুরাতন সমবায় সমিতিগুলো কাজ করে যাচ্ছে। এই সময় রাজ্যের ১০০টি সমবায় সমিতিকে লাভজন জায়গায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।