ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইএফআইসি ব্যাংক স্টক একচেঞ্জ শাখার কার্যক্রম বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
আইএফআইসি ব্যাংক স্টক একচেঞ্জ শাখার কার্যক্রম বন্ধ

ঢাকা: সরকারি-বেসরকারি অংশীদারিত্বে পরিচালিত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কর্মাস (আইএফআইসি) ব্যাংক লিমিটেডের ঢাকা স্টক একচেঞ্জ শাখার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার (৭ জুলাই) থেকে স্টক একচেঞ্জ শাখার (১৬ মতিঝিল বাণিজ্যিক এলাকা) কার্যক্রম বন্ধ থাকবে বলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক।

বিজ্ঞপ্তিতে ঢাকা স্টক একচেঞ্জ শাখার গ্রাহকরা বাংলাদেশ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই) (৬০ মতিঝিল বাণিজ্যিক এলাকা) ভবনে অবস্থিত ফেডারেশন শাখা থেকে সেবা নিতে পারবেন।

এছাড়াও উল্লেখিত শাখায় গ্রাহকদের যে কোনো ধরনের ব্যাংকিং সেবা সংক্রান্ত সব ধরনের যোগাযোগ করতে বলা হয়েছে।

ফেডারেশন ভবন শাখা ছাড়াও ঢাকা স্টক একচেঞ্জ শাখার গ্রাহকদের জন্য সেবা দেওয়া হবে আইএফআইসি টাওয়ারে অবস্থিত প্রিন্সিপাল শাখা (৬১ পুরানা পল্টন) ও লোকাল অফিস শাখা (ইসলাম চেম্বার, ১২৫/এ মতিঝিল বাণিজ্যিক এলাকা) থেকে।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।