ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজধানীতে এপেক এফআরটিআই সেমিনার শুরু সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
রাজধানীতে এপেক এফআরটিআই সেমিনার শুরু সোমবার সংবাদ সম্মেলনে বিএসইসি কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফিনান্সিয়াল রেগুলেটরস ট্রেনিং ইনিশিয়েটিভের (এপেক এফআরটিআই) রিজিওনাল সেমিনার অন ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার শুরু হচ্ছে সোমবার (৮ জুলাই)। ওইদিন সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৬ জুলাই) সকালে আগারগাঁওয়ে সেমিনারের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও আন্তর্জাতিক এপেক এফআরটি সেমিনারের আহ্বায়ক ফরহাদ আহমেদ।  

তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এ সেমিনার অনুষ্ঠিত হবে।

বিএসইসি ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে এর আয়োজন করছে। আগামী ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে এ সেমিনার।

ফরহাদ আহমেদ বলেন, আন্তর্জাতিক এ সেমিনারে বাংলাদেশসহ মোট ১০টি দেশ অংশগ্রহণ করবে। প্রথম দিন কনফারেন্স হলেও, পরের দিনগুলোতে সেমিনার চলবে।

বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক মো. সাইফুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
এসএমএকে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।