ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেইফপ্যাড বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হলো দারাজ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
সেইফপ্যাড বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হলো দারাজ  চুক্তি সই অনুষ্ঠানে সেইফপ্যাড ও দারাজ কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

ঢাকা: অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ হাত মিলিয়েছে দেশের প্রথম রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেইফপ্যাড বাংলাদেশের সঙ্গে। 

সম্প্রতি দারাজ বাংলাদেশের বনানীর প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। এসময় সেইফপ্যাড বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার তাহমিদ কামাল চৌধুরী ও দারাজ বাংলাদেশের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, হেড অব সিএসআর অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট তানজিলা রহমান, হেড অব মার্কেটিং সৈয়দ আবরার হাসনাইন।

 

ড্যানিশ প্রতিষ্ঠান সেইফপ্যাড বাংলাদেশে উৎপাদন করছে অ্যান্টিমাইকোবাইল প্রযুক্তি সম্পন্ন রিইউজেবেল স্যানিটারি ন্যাপকিন, যাতে রয়েছে অধিক শোষণ ক্ষমতা ও পুনর্ব্যবহারযোগ্যতা। দুই ধরনের প্যাকেজিংয়ে এ স্যানিটারি ন্যাপকিন এখন পাওয়া যাবে দারাজ অ্যাপে।

এছাড়া, সেইফপ্যাড বাংলাদেশ ‘আমার দারাজ’র সাস্টেইনেবল ডেভেলপমেন্টের একটি সামাজিক প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের স্বল্প খরচে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করবে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।