ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিআরসি সনদপত্র পেলো ময়মনসিংহ এগ্রো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
বিআরসি সনদপত্র পেলো ময়মনসিংহ এগ্রো প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধার হাতে সনদপত্র তুলে দিচ্ছেন এসজিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ।

ঢাকা: ‘ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম-বিআরসি’ গ্লোবাল স্ট্যান্ডার্ড সনদপত্র অর্জন করেছে প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ময়মনসিংহ এগ্রো লিমিটেড।

আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স মেনে পণ্য উৎপাদন করায় ময়মনসিংহ এগ্রো লিমিটেডকে এ সনদপত্র দেয় যুক্তরাজ্যভিত্তিক মান নিয়ন্ত্রক সংস্থা বিআরসি সার্টিফিকেশন বডি।

বুধবার (৩১ জুলাই) প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধার হাতে সনদপত্র তুলে দেন এসজিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ।

অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা বলেন, পণ্য উৎপাদনে কমপ্লায়েন্স মেনে চলায় ময়মনসিংহ এগ্রো লিমিটেড বিআরসি সনদপত্র অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের অধীনে আমরা আম, পেয়ারা, আপেল, অরেঞ্জসহ বিভিন্ন ফ্রুট ড্রিংকস, প্রাণ আপসহ বিভিন্ন ধরনের বেভারেজ, ড্রাই কেক, ক্যান্ডি ও ললিপপ বিদেশে রপ্তানি করছি। এই সনদ অর্জনের ফলে ইউরোপ অঞ্চল ও আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে খুব সহজেই আমরা প্রাণের এসব পণ্য পৌঁছে দিতে পারবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজিএস বাংলাদেশের হেড অব সার্টিফিকেশন ইয়াসমিন আহমেদ, ময়মনসিংহ এগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান ও প্রাণ গ্রুপের সিনিয়র ম্যানেজার (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম) রাসেল কবির।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।