ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিজাইনে ভিন্নতা নিয়ে সারা’র ঈদ আয়োজন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
ডিজাইনে ভিন্নতা নিয়ে সারা’র ঈদ আয়োজন সারা’র ঈদ আয়োজনে সবার জন্যই থাকছে পোশাকের সমারোহ

একদিকে বৃষ্টির রিমঝিম কলতান, অন্যদিকে ঈদের আমেজ। দুই মিলে বেশ সুন্দর রসায়নের মধ্যেই আসছে ঈদুল আজহা। সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতা এবং গুণগতমান এই দুইয়ের সমন্বয়ে গত এক বছর ধরে ক্রেতাদের চাহিদা মিটিয়ে আসছে ‘সারা’। আর এবারের ঈদ আয়োজনে সারা-তে থাকছে ডিজাইনের ভিন্নতার সমন্বয়ে সব বয়সীদের জন্য পোশাকের সমারোহ।

ঈদ এবার শ্রাবনের শেষ প্রান্তে, তার উপর তীব্র গরমেও অস্থির হয়ে উঠছেন সাধারণ মানুষ। সবকিছুকে বিবেচনা করে সারা’য় ঈদের কালেকশন হিসাবে এবার থাকছে সুতি, জরজেট আর সিল্ক দিয়ে কিছু পার্টি ওয়্যারও।

থাকছে প্যাটার্ন ভেরিয়েশন, ফ্লোরাল প্রিন্ট, এমব্রয়ডারি এবং কারচুপির নিখুঁত কাজ। সেই সঙ্গে থাকছে সাদার কালেকশন, হালকা প্যাস্টেল কালারের সঙ্গে উৎসবের কিছু ডার্ক কালার। এছাড়াও পোলো শার্ট এবং পাঞ্জাবিতে থাকছে বাবা-ছেলের জন্য বিশেষ আয়োজন।  

মেয়েদের জন্য থাকছে ফ্যাশন টপস, স্ট্রেচ এমব্রয়ডারড ডেনিম, টপস, শ্রাগ, এথনিক কুর্তি, এথনিক ত্রি-প্রিস, শর্টের সঙ্গে লং পার্টি ওয়্যার। সেই সঙ্গে থাকছে সারা’র সম্পূর্ণ ভিন্ন ধরনের শাড়ির সমাহার। যা পাওয়া যাবে ৭৯০ টাকা থেকে ৫৫৯০ টাকার মধ্যে।

ছেলেদের জন্য থাকছে টি-শার্ট, পোলো, পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, চিনো প্যান্ট, প্রিমিয়াম ডেনিম, জগার্স, কার্গো প্যান্ট। এগুলো ৩২০ টাকা থেকে ৩৮০০ টাকার মধ্যেই পাওয়া যাবে।  

এছাড়াও শিশুদের জন্য সারা’র ঈদ আয়োজনে থাকছে এক্সক্লুসিভ ডিজাইনের পোশাকের সমারোহ। ছেলে শিশুদের জন্য টি-শার্ট, পোলো, শার্ট, পাঞ্জাবি, প্রিমিয়াম চিনো প্যান্ট পাওয়া যাবে ২০০ টাকা-১৬৫০ টাকার মধ্যে। মেয়ে শিশুদের জন্য টপস, টপস স্কার্ট সেট, ফ্রক, প্যান্ট, থ্রি-প্রিস পাওয়া যাবে ৩৫০ টাকা-১০৫০ টাকার মধ্যেই।  

ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত (স্টেডিয়াম এর ৫ নং গেটের বিপরীতে) ‘সারা’র আউটলেটসহ বসুন্ধরা সিটির লেভেল-১, ব্লক ‘এ’ এর ৪০ এবং ৫৪ নং শপেও পাওয়া যাবে ‘সারা’র সব পোশাক। এছাড়াও খুব শিগগিরই সারা’র আউটলেট শুরু হচ্ছে উত্তরা, মোহাম্মদপুর এবং বারিধারাতে।  

মিরপুর ও বসুন্ধরা সিটির আউটলেট ছাড়াও অনলাইনেও ‘সারা’র পোশাক অর্ডার করে বিনামূল্যে ঢাকার ভেতরে হোম ডেলিভারি পাওয়া যাবে। সেজন্য সারা’র ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (sara_lifestyle_ltd) থেকে ক্রেতারা সরাসরি অর্ডার করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।