ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বন্ধ মিল চাল সরবরাহে বরাদ্দ পাবে না: খাদ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
বন্ধ মিল চাল সরবরাহে বরাদ্দ পাবে না: খাদ্যমন্ত্রী বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বন্ধ মিল কোনোভাবেই চাল সরবরাহে বরাদ্দ পাবে না। বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। হাসকিং মিল প্রতিযোগিতায় টিকতে পারছে না। তাই তাদেরও প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্বয়ংক্রিয় মিল স্থাপন করতে হবে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে খাদ্য গুদামে জায়গা অনেক কম। তারপরও এবার প্রায় ২৮ লাখ মেট্রিকটন ধান ও চাল কেনা হচ্ছে।

মিল মালিকরা সৎভাবে ব্যবসা করবেন। আমাদের কর্মকর্তাদের কোনোভাবে প্রভাবিত করবেন না।

রোববার (০৮ আগস্ট) দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউজ মিলনায়তনে জেলার খাদ্য কর্মকর্তা ও মিল মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ না করলে দেশ পিছিয়ে যাবে। তাই সারাদেশে ধান সংরক্ষণের জন্য ২ শতাধিক আধুনিক সাইলো নির্মাণ করা হবে। যাতে ধান উৎপাদনের সঙ্গে সঙ্গে কৃষকরা বিক্রি করতে পারে। এছাড়া দেশের চাহিদা মিটিয়ে প্রয়োজনে বাইরে চাল আমদানি করা যেতে পারে। সেক্ষেত্রে উৎকৃষ্ট মানের চাল উৎপাদন করতে হবে। যাতে বাজার নষ্ট না হয়। চাল আমদানির বিষয়টি সরকার বিবেচনা করছে।

কুষ্টিয়াতেও বেশ কয়েকটি সাইলো ও গুদাম নির্মাণ করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা মনোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কেন্দ্রীয় চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ, জেলা চালকল মালিক সমিতির সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।