ঢাকা: রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সুষ্ঠুভাবে পরিচালনা এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে ম্যানেজিং এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকার কলেজ পরিদর্শকের সই করা আদেশ জারি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. রবিউল ইসলামকে সভাপতি করে এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র শিক্ষক শাহেলী পারভীন। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন ড. এ কে এম মোহাম্মদ কুদরাত-ই-হাসান। আর প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এডহক কমিটির মেয়াদ ছয় মাস থাকবে জানিয়ে আদেশে বলা হয়, এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠন প্রক্রিয়া শেষ করে বোর্ডের অনুমোদন নিতে হবে।
৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়ার পরদিন এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এমআইএইচ/আরআইএস