ঢাকা, সোমবার, ৫ কার্তিক ১৪৩১, ২১ অক্টোবর ২০২৪, ১৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

মনে সামান্য সংকীর্ণতা থাকলে দেশেই আসতাম না: ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
মনে সামান্য সংকীর্ণতা থাকলে দেশেই আসতাম না: ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পর্দায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।

গণঅভ্যুত্থানের মুখে রাজনৈতিক পট পরিবর্তনের পর কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।

এতদিন বিষয়টি নিয়ে ছিলেন নিশ্চুপ। ছিলেন দেশের বাইরেও। কানাডায় দেড় মাসের সফর শেষে গেল ১৭ আগস্ট দেশে ফিরেছেন ফারিয়া। আর এবার সমালোচনার জবাব দিলেন তিনি।

আপনাকে নিয়ে ট্রল হয়েছে অনেক, দেখেছেন নিশ্চয়ই? এমন প্রশ্নে জবাবে গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, চোখে তো পড়েছে, খারাপও লেগেছে। তবে কাকে কী বলব! ক্যারিয়ার শুরুর পর থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখেছি। তারা যখন যে ধরনের কাজে ডেকেছে, সাড়া দিয়েছি।

তিনি আরও বলেন, আসলে আমি তো এখানে টাইম পাসের জন্য আসিনি। এটা রুটি-রুজির জায়গা। কাজের প্রস্তাব এলে করব, এটাই তো নিয়ম। এখন কেউ যদি আমাকে আওয়ামী সমর্থক ভেবে দূরে ঠেলে দেন, কী করতে পারি?

যোগ করে ফারিয়া আরও বলেন, আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। সেটাই করে গেছি। কখনো কারও অন্ধ সমর্থক ছিলাম না। যদি সেটা করতাম, মনে সামান্যতম সংকীর্ণতা থাকত, দেশেই আসতাম না। এখন যদি নতুন সরকার তাদের কাজে আমাকে ডাকে, অবশ্যই সাড়া দেব। শিল্পীদের কাজ দলাদলি করা নয়, নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শক মনে জায়গা করে নেওয়া।

এদিকে, নতুন কাজ নিয়ে পরিকল্পনা করছেন নুসরাত ফারিয়া। পাশাপাশি তার গানের ধারাবাহিকতাও বজায় রাখতে চান। খুব শিগগিরই কাজে ফিরবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।