ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

বঞ্চিত শিশুদের সঙ্গে অধরা-বাপ্পির বুফে ইফতার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মে ৭, ২০২১
বঞ্চিত শিশুদের সঙ্গে অধরা-বাপ্পির বুফে ইফতার

সুবিধাবঞ্চিত প্রায় দুই শত শিশুদের সঙ্গে অন্যরকম এক সন্ধ্যা কাটালেন চিত্রনায়িকা অধরা খান ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।  

বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর ঢাকা উদ্যানে ‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতন নামের স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ব্যতিক্রমী এই ইফতার।

যেখানে বাপ্পি-অধরা ছাড়াও এতে অংশ নেন পরিচালক সাজ্জাদ খান। সুবিধাবঞ্চিত বস্তির শিশুরা প্রথমবারের মতো পায় বুফে খাবারের স্বাদ।

‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’-এর অন্যতম সংগঠক মুস্তাফিজুর রহমান বলেন, ‘সমাজে উচ্চশ্রেণির মানুষদের প্রায়ই ভিড় থাকে বুফে খাবারের রেস্তোরাঁগুলোতে। অর্থের অভাবে সে স্থানগুলোতে সুবিধাবঞ্চিত বাচ্চাদের প্রবেশ প্রায় নিষিদ্ধ। তাদের সেই স্বাদটা দিতেই আমরা বুফে ইফতারের আয়োজন করেছি। চিত্রনায়িকা অধরা খান আমাদের শুভাকাঙ্ক্ষী। চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও পরিচালক সাজ্জাদ খানও আমাদের কর্মকাণ্ডে মুগ্ধতা জানিয়েছেন। বাচ্চাদের সময় দেওয়ার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ’

ঢাকা উদ্যানের বস্তির সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন। সেখানকার বাচ্চাদের সম-নাগরিক সুবিধা দিতে তাদের লেখাপড়াসহ সৃষ্টিশীল নানা অঙ্গনে সম্পৃক্ত করছে সংগঠনটি। তাদের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে আছেন অধরা খান।

এ চিত্রনায়িকা বলেন, ‘এখানকার শিশুরা সমাজের আট-দশজনদের মতোই যেন বেড়ে ওঠে, এ জন্য কাজ করছে সংগঠনটি। বস্তির এ শিশুরাও প্রচণ্ড মেধাবী। তারা খুবই সুন্দর আর্ট পারে। কেউ ধানমন্ডির আবাহনী মাঠে ক্রিকেট প্র্যাকটিস করে। তারা সবসময় শুধু শুনে এসেছে বুফে খাবারের যার ইচ্ছে যত, তত খাওয়া যায়। তাদের সেই ইচ্ছেটা পূরণ হলো গতকাল। আমাদের সবার উচিত সুবিধাবঞ্চিত এসব শিশুর পাশে দাঁড়ানো। ’

অন্যদিকে, ইফতার শেষে বাচ্চাদের সঙ্গে সময় কাটান এই দুই তারকা। শিশুরাও তাদের আঁকা ছবি উপহার হিসেবে দেয়।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মে ০৭, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।