ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

রক্ত পিপাসু রাক্ষসী মমতা: কঙ্গনা রনৌত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মে ৮, ২০২১
রক্ত পিপাসু রাক্ষসী মমতা: কঙ্গনা রনৌত কঙ্গনা রনৌত ও মমতা বন্দ্যোপাধ্যায়

উসকানিমূলক পোস্ট দেওয়ায় টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের। তাই ইনস্টাগ্রামকে হাতিয়ার করে ক্ষোভ উগরে দিচ্ছেন বলিউডে বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত এই অভিনেত্রী।

 

আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি।

মমতার একাধিক ছবি বিকৃত করে ‘কুরুচিকর’ কথা লিখে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে স্টোরি পোস্ট করেন কঙ্গনা। সরাসরি তাকে ‘রাক্ষসী’ আখ্যা দেন অভিনেত্রী। তার অভিযোগ, মমতার রাজত্বে হিন্দুদের গণহত্যা হচ্ছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আবারও এমন কুরুচিকর আক্রমণ করায় নেটমাধ্যমে শুরু হয়েছে নিন্দার ঝড়। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এর পরেই কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত। গত বৃহস্পতিবার বিধাননগর থানায় সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল শুরু থেকেই মেনে নিতে পারেননি অভিনেত্রী। তৃণমূলের জয় ঘোষণার পর থেকেই একাধিক মমতা-বিরোধী পোস্ট ভেসে উঠেছিল কঙ্গনার টুইটারের দেওয়ালে। বাংলার মুখ্যমন্ত্রীকে ‘রাবণ’-এর সঙ্গে তুলনা করেছিলেন তখন। এবার মমতার ছবি বিকৃত করে তাকে রাক্ষসের রূপ দেওয়ায় গর্জে উঠলেন ঋজু।

তিনি বললেন, ‘কঙ্গনা রনৌত একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। পদ্মশ্রী সম্মান পেয়েছেন। এমন কাজ করা তার শোভা পায় না। আমাদের দলের মতাদর্শ উনি না-ই মানতে পারেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে অসম্মান করতে পারেন না। ’

ঋজু মনে করেন, কঙ্গনার এ ধরনের পোস্ট পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক অশান্তি উস্কে দিতে পারে যেকোনো সময়। কিন্তু শাসক দলের প্রতি নিজের আনুগত্য দেখাতেই অবিরত এ কাজ করে চলেছেন কঙ্গনা। তার কথায়, ‘নির্বাচনের ফলাফল প্রকাশের পর কয়েকটি জায়গায় অশান্তি হয়েছে। তবে তার দ্রুত সমাধানও করা হয়েছে। কিন্তু কঙ্গনার এ ধরনের পোস্ট বাংলায় আবার আগুন জ্বালিয়ে দিতে পারে। ’

তিনি মনে করেন, সাধারণ মানুষের টাকায় তাকে শাসক দলের দেওয়া ওয়াই প্লাস নিরাপত্তার ঋণ শোধ করতেই অতি সক্রিয় হয়ে বাংলার বদনাম করছেন কঙ্গনা।

ধর্মীয় উত্তেজনা সৃষ্টির অভিযোগে আগেও এফআইআর করা হয়েছে কঙ্গনার বিরুদ্ধে। সুতরাং ঋজুর পদক্ষেপে স্তম্ভিত নন অভিনেত্রী। তৃণমূলের মুখপাত্রের লিখিত এফআইআর’র কপির ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন অভিনেত্রী। আবার একইভাবে মমতাকে কটাক্ষ করে লিখেছেন, ‘রক্ত পিপাসু রাক্ষসী মমতা নিজের শক্তি দিয়ে আমাকে চুপ করাতে চাইছে’।

আরও পড়ুন: কঙ্গনার বিরুদ্ধে তৃণমূলের মামলা

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মে ০৮, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।