ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

চার তারকার ‘রঙে আনন্দে ঈদ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মে ১১, ২০২১
চার তারকার ‘রঙে আনন্দে ঈদ’ ‘রঙে আনন্দে ঈদ’ অনুষ্ঠানে তারকারা

দুই নায়িকা ও দুই নায়ককে নিয়ে আয়োজন করা হয়েছে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘রঙে আনন্দে ঈদ’। এতে অতিথি হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘি এবং চিত্রনায়ক নিরব হোসেন ও জিয়াউর রোশান।

এই চার তারকা ‘রঙে আনন্দে ঈদ’ অনুষ্ঠানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।  

অনুভূতি প্রকাশ করে দীঘি বলেন, প্রথমবার নিরব আর রোশান ভাইয়ের সঙ্গে কোনো অনুষ্ঠানে অংশ নিলাম। অপু আপুর সঙ্গে তো আগে অনেক প্রোগ্রাম করেছি। এবারের ঈদে আমাদের দুইটি অনুষ্ঠান প্রচার হবে। এতে অপু আপু ও নিরব ভাইয়া একটা জুটি আর আমি ও রোশান ভাইয়া আরেকটা জুটি ছিলাম। এভাবেই সাজানো হয়। ইমতু রাতিশ ভাইয়া উপস্থাপক, উনি প্রচুর হাসাতে পারেন। আমরা অনেক আড্ডা দিয়েছি।  

অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মনিরুজ্জামান লিপন।

জানা যায়, ঈদের প্রথম দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এশিয়ান টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ১১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।