ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

কবির সুমনের কথা ও সুরে গাইলেন আরমান সিদ্দিকী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মে ১২, ২০২১
কবির সুমনের কথা ও সুরে গাইলেন আরমান সিদ্দিকী কবির সুমনের সঙ্গে আরমান সিদ্দিকী

দুই বাংলার নন্দিত সংগীতশিল্পী কবির সুমনের কথা ও সুরে এবারের ঈদে একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী আরমান সিদ্দিকী। গানটির শিরোনাম ‘কারা নিলো লুট করে’।

সুমন কল্যাণের সংগীতায়োজনে এটি আরমানের একক অ্যালবাম ‘ছুটে যাই’র প্রথম গান। এর মিউজিক ভিডিওতে দেখা যাবে স্পর্শিয়া ও মনোজকে।

এ প্রসঙ্গে আরমান সিদ্দিকী বলেন, ‘ছোটবেলা থেকেই কবির সুমনের বড় ভক্ত আমি। তাই তার কথা ও সুরে একটা গান করার ইচ্ছে ছিল বহুদিনের। যখন আমার একক অ্যালবাম নিয়ে কাজ শুরু করি তখন এক বন্ধুর অনুপ্রেরণায় কবির সুমনের সঙ্গে কাজ করার কথা আবার মাথায় আসে। সবকিছুই এত দ্রুত ঘটে গেছে যে সবই স্বপ্নের মতো লাগছে। কবির সুমনের মতো এত বড় মাপের শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে সত্যি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।  

তিনি আরও জানান, কবির সুমনের এই গানটি দিয়েই তার নিজের অ্যালবামের যাত্রা শুরু হলো।

জানা যায়, গানটি এবারের ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানার থেকে রিলিজ হচ্ছে। ইউটিউবে, জি সিরিজ মিউজিক চ্যানেলে গানটি উপভোগ করা যাবে।
 
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মে ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।