পাঁচটি বিশ্বকাপ খেলে ফেলেছেন লিওনেল মেসি। সবশেষ কাতার বিশ্বকাপে পেয়েছেন অধরা শিরোপার ছোঁয়া।
আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। যৌথভাবে আসরটির আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই বিশ্বকাপেও মেসির পায়ের জাদু দেখতে চান আর্জেন্টাইন মিডফিল্ডার মাক আলিস্তার।
২০২৬ বিশ্বকাপের সময় মেসির বয়স হবে ৩৯ ছুঁইছুঁই। তবে বয়সের থোড়াই কেয়ার করে আলিস্তার বলেন, ‘আমরা চাই না, সে জাতীয় দল ছাড়ুক। সে বলেছিল, কাতার বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ, কিন্তু আমরা তা চাই না। আমরা চাই সে আমাদের সঙ্গে থাকুক। তাই দেখা যাক কী হয়। ’
দলের প্রত্যেক সতীর্থকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মেসি। আলিস্তার বলেন, ‘গতকাল (০১ জানুয়ারি) সে আমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে। সে আমাদের প্রতি খুবই কৃতজ্ঞ। খেলা শেষে আমরা খুব একটা কথা বলতে পারিনি কারণ উদযাপন করতে চেয়েছিল। যা অর্জন করেছি তা এখনো আমরা উপলব্ধি করতে পারছি না বলে মনে আমার। তবে আগামী পাঁচ বা দশ বছরে সবাই বুঝবে। ’
এই বিশ্বকাপ মেসির প্রাপ্য ছিল বলছেন আলিস্তার, ‘এটা তার প্রাপ্য। একমাত্র শিরোপা যা তার ছিল না এবং এখন সেটা আছে। আমি এর অংশ হতে পেরে, তাকে সাহায্য করতে পেরে এবং এই দলকে ট্রফি এনে দিতে পেরে খুবই আনন্দিত। আমি সত্যিই তার জন্য খুব খুশি। ডি মারিয়ার জন্যেও, কারণ তারা দুজন এই ট্রফিটি অর্জনের জন্য গত দুই বছর দেশের হয়ে খেলে প্রচুর লড়াই করেছে। ’
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এএইচএস