ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সাফের আগেই সুখবর পেলেন দুই নারী ফুটবলার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
সাফের আগেই সুখবর পেলেন দুই নারী ফুটবলার

সাফের শিরোপা ধরে রাখার মিশনে নেপাল পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে গিয়ে সুখবর পেয়েছেন নারী দলের দুই ফুটবলার আফিদা খন্দকার এবং শাহেদা আক্তার রিপা।

আজ দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। দুইজনই সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

অফিদা ৪.৩৩ অর্থাৎ ‘এ’ গ্রেড পেয়ে পাশ করেছেন। শাহেদা আক্তার রিপা পেয়েছেন ৩.৭৫ অর্থাৎ ‘এ মাইনাস’। দুই জনই ঢাকা বোর্ড থেকে পাশ করেছেন।

নেপালে পৌঁছে দুজনেই পেলেন সুখবর। এবার মাঠের লড়াইয়ে দেশকে আনন্দে ভাসানোর পালা। সাফের লড়াইয়ে লাল সবুজের মেয়েরা মাঠে নামবে আগামী ২০ অক্টোবর। নিজেদের উদ্বোধনী খেলায় সাবিনাদের প্রতিপক্ষ পাকিস্তান ।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।