ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রস্তুতি ম্যাচে কাবরেরার ‘লক্ষ্যপূরণ’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
প্রস্তুতি ম্যাচে কাবরেরার ‘লক্ষ্যপূরণ’

চলতি মাসের ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। তা সামনে রেখে ক্যাম্প শুরু হয়েছে ১ নভেম্বর থেকে।

দুটি ট্রেনিং সেশনের পর আজ দেশীয় ক্লাব ফর্টিস এএফসির সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে হাভিয়ের কাবরেরার দল।

সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি করেন পিয়াস আহমেদ নোভা। যদিও এ ম্যাচের ফলাফল মুখ্য ছিল না কাবরেরার কাছে। মূল লক্ষ্য ছিল দলের সকলের ফিটনেস এবং সার্বিক অবস্থার পর্যবেক্ষণ। তাতে বেশ সন্তুষ্ট কোচ কাবরেরা।  

তিনি বলেন, ‘মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আজ আমরা প্রথম অনুশীলন ম্যাচ খেলেছি। আশা করি, প্রীতি ম্যাচের আগে আমরা আরও একটি ম্যাচ খেলব। খেলার ফল খুবই ইতিবাচক ছিল। দলের সকলে খুবই ভালো পারফরম্যান্স করেছে। এর আগে মাত্র দুটি ট্রেনিং সেশন ছিল। এরপরও তারা ভালো খেলেছে। ’

প্রথামার্ধে কিছুটা ধীরগতিতে খেলেলেও সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। দলের খেলোয়াড়দের আগ্রাসী মনোভাব ইতিবাচক ছিল বলে মনে করে কাবরেরা। তিনি বলেন, ‘মাঠে তাদের আগ্রাসী মনোভাব ছিল। বিল্ডআপ এবং অ্যাটাকেও তারা আজ ভালো করেছে। তাদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। ’ 

‘এখানে অনেক ফুটবলার রয়েছে যারা অভিষেকের অপেক্ষায় রয়েছে। তাদের সঙ্গে বোঝাপড়া ভালো হচ্ছে। এটা আসলে একটা পারফেক্ট অনুশীলন ম্যাচ ছিল। এবং আমরা এই ম্যাচ থেকে আমাদের লক্ষ্যপূরণ করতে পেরেছি। ’

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।