ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সিটির হতাশার ড্র, জেতা হলো না বার্সারও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
সিটির হতাশার ড্র, জেতা হলো না বার্সারও

প্রিমিয়ার লিগের শিরোপা জেতার আশা আগেই ছেড়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এখন তাদের শীর্ষ চারে থাকা নিয়েই টানাটানি।

ক্রিস্টাল প্যালেসের সঙ্গে জিততে না পারায় আরও পিছিয়ে পড়লো পেপ গার্দিওলার দল। একই রাতে লা লিগার ম্যাচে শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনাও।  

প্যালেসের মাঠ থেকে আজ ২-২ গোলে ড্র করতেও বেশ বেগ পোহাতে হয়েছে সিটিজেনদের। দুইবার পিছিয়ে পড়েছিল তারা। এমনকি হেরেও যেতে পারতো। কারণ শেষদিকে ১০ জনের দলে পরিণত হয়েছিল তারা। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি প্যালেস।

আগের ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে জেতার পর ঘুরে দাঁড়ানোর আশায় ছিল সিটি। কিন্তু এক ম্যাচ পরেই হিসাব বদলে গেল। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চারে আছে তারা। ২৮ পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে চেলসি (দুইয়ে) ও আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৫।  

ম্যাচের পঞ্চম মিনিটেই দানিয়েল মুনোজের গোলে এগিয়ে যায় প্যালেস। পরে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। বরং ৩০তম মিনিটে আর্লিং হালান্ডের গোলে সমতায় ফেরে সিটি। সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি প্যালেস। ৫৬তম মিনিটে ব্যবধান বাড়ায় তারা। ১২ মিনিট পর সিটির রিকো লুইস গোল শোধ করেন। ৮৪তম মিনিটে লুইস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সিটি। তবে বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

লা লিগায় বার্সাও ২-২ গোলে ড্র করেছে। রিয়াল বেতিসের মাঠে শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত হয়েছে কাতালান জায়ান্টরা। ৩৯তম মিনিটে রবার্ট লেভানডোভস্কির গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। কিন্তু ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে বেতিস। এরপর ৮২তম মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় বার্সা। কিন্তু যোগ করা সময়ের গোলে সমতায় শেষ করে বেতিস।

এই ড্রয়ের পরও ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সা। কিন্তু দুইয়ে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্টের পার্থক্য কমেছে তাদের। দুইয়ে থাকা রিয়াল দুই ম্যাচ কম খেলে অর্জন করেছে ৩৩ পয়েন্ট। তাদের সমানসংখ্যক ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে আতলেতিকো মাদ্রিদ।  

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।