ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জুভেন্টাসের কাছে হেরেও নিজের দল নিয়ে ‘গর্বিত’ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
জুভেন্টাসের কাছে হেরেও নিজের দল নিয়ে ‘গর্বিত’ গার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে জুভেন্টাস। তবে এই পরাজয়েও সন্তুষ্ট ম্যানচেস্টার সিট কোচ পেপ গার্দিওলা।

দলের পারফরম্যান্সে খুশি হয়েছেন তিনি। তার চোখে সবাই ভালোই খেলেছে।  

আলিয়াঞ্জ স্টেডিয়ামে গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে ২-০ ব্যবধানে সিটিকে হারিয়েছে ইতালিয়ান ক্লাবটি। দুসান ভ্লাহোভিচের গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েস্টন ম্যাককেনি। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া সিটির শেষ ১০ ম্যাচের মধ্যে এটি সপ্তম হার। যদিও দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন কোচ গার্দিওলা।

তিনি বলেন, ‘আমরা ভালো খেলেছি, সত্যিই ভালো খেলেছি। তবে শেষ পাসটি আমরা ঠিকঠাক দিতে পারিনি। শেষ কাজটা আমরা করতে পারিনি। তবে ছেলেদের নিয়ে আমি গর্বিত। ওরা সবটুকু উজাড় করে দিয়েছে এবং চেষ্টার কমতি রাখেনি। আমরাই সেরা এবং আমার দলকে আমি ভালোবাসি। ’

গার্দিওলা আরও বলেন, ‘এখন আমরা এই বাস্তবতায় আছি। আশা করি সামনে বদলে ফেলতে পারব ও প্রত্যাশিত ফল পাব। জানি, কাজটা কঠিন। ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগে লড়াইটা কঠিন। তবে। আমরা আসলেই ভালো খেলেছি। ’

নিজেদের পরবর্তী ম্যাচে প্রিমিয়ার লিগে সিটি মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের।  

বাংলাদেশ সময: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।