ঢাকা: ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে এ আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে বসনিয়া-হার্জেগোভানিয়া। এ ম্যাচে আর্জেন্টিনা এবং বসনিয়া-হার্জেগোভানিয়া নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে।
আর্জেন্টিনা চাইবে তাদের প্রভাব বিস্তার করে সেরা খেলাটা খেলতে, অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের এ আসরে অংশ নেওয়া বসনিয়া-হার্জেগোভানিয়া চাইবে নিজেদের সেরা খেলাটা খেলে বিশ্বফুটবল বিশ্বে নিজেদের তুলে ধরতে।
আর্জেন্টিনার তারকা খেলোয়াড় ভাল খেলা উপহার দিয়ে বিশ্বকাপে নিজের গোলখরার দুর্নামটা মুচবেন এমনটাই আশা ভক্তদের। অন্যদিকে বসনিয়ার তারকা জেকো তার নৈপুণ্য দেখিয়ে দরকে ভাল ফলাফল এনে দিয়ে চমক সৃষ্টি করতে পারে।
বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায় এস্তাদিও মারাকানা রিও ডি স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
সার্জিও রোমেরো (১), পাবলো জাবালেটা (৪), এজেকুয়েল গ্যারি (২), আগুস্টো ফার্নান্দেজ (১৩),
মার্কোস রোয়ো (১৬), জাভিয়ার মাশচেরানো (১৪), ফার্নান্দো গ্যাগো (৫), অ্যাঞ্জেল ডি মারিয়া (৭), লিওনেল মেসি (১০), সার্জিও এগুয়েরো (২০), গঞ্জালো হিগুয়েন (৯)।
কোচ: আলজান্দ্রো স্যাবেলা
বসনিয়া-হার্জেগোভানিয়া সম্ভাব্য একাদশ
আসমির বেগোভিচ (১), মেনসুর মুজদাজা (১৩), এমির স্পাহিচ (৪), সিয়াদ কোলাসিনাচ (৫), সেজাদ সালিহোভিচ (২৩), জেসমিন ফেজিচ (১২), মিরালেম পিয়ানিচ (৮), লাজেট হাজরোভিচ (২০), জেভেজদান মিসিমোভিচ (১০), সেনাড লুসিচ (১৬), এডিন জেকো (১১)।
কোচ: সুচিজ সাফেত (বাহরাইন)
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুন ১৫, ২০১৪