ঢাকা: বসনিয়া-হার্জেগোভিনার ডিফেন্ডার কোলাসিনাকের আত্মঘাতী গোলে খেলার তৃতীয় মিনিটেই ১-০ গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা।
খেলার ৩ মিনিটের মাথায় মেসির ফ্রিকিক বসনিয়া ডিফেন্ডার কোলাসিনাক ক্লিয়ার করতে ভুল করে নিজ জালে বল জড়িয়ে ফেলেন।
বাংলোদেশ সময় সোমবার ভোর ৪টায় লিওনেল মেসির নেতৃত্বে মাঠে নামে আলেসান্দ্রো সাবেইয়ার আর্জেন্টিনা। মেসির সঙ্গে আক্রমণে জুটি বেঁধেছেন ম্যানচেস্টা সিটি তারকা সার্জিও অ্যাগুয়েরো।
আর্জেন্টিনা একাদশ: সার্জিও রোমেরো (গোলরক্ষক), এজিকুয়েল গ্যারে, ফেড্রিকো ফার্নান্দেজ, হুগো ক্যাম্পেনাগ্রো, পাবলো জাবালেতা, মার্কোস রোজো, ম্যাক্সি রড্রিগেজ, হাভিয়ের মাশচেরানো,ডি মারিয়া, লিওনেল মেসি (অধিনায়ক), সার্জিও অ্যাগুয়োরো।
কোচ: আলেসান্দ্রো সাবেইয়া
বসনিয়া-হার্জেগোভিনা একাদশ: বিগোভিচ (গোলরক্ষক), বিকাকচিচ, এমির স্পাহিচ (অধিনায়ক), কোলাসিনাক, বেসিক, পিজানিক, মিসিনোভিচ, জেকো, মেনসুর মুজদাজা, সেনাড লুসিক ও হাজরোভিক।
কোচ: সুচিজ সাফেত
বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৪/আপডেট ০৪১২