ঢাকা: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধে প্রত্যাশানুযায়ী দ্যুতি ছড়াতে পারেনি দলটির ফ্যাব ফোরের (লিয়নেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া) কোনো সদস্য।
এদের মধ্যে প্রথম একাদশেই ছিলেন না স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন।
খেলা শুরুর মাত্র তিন মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। আর্জেন্টাইন খুদে ফুটবল জাদুকর লিওনেল মেসির ফ্রিকিক মার্কোস রোজোর পা থেকে বসনিয়া ডিফেন্ডার কোলাসিনাক ক্লিয়ার করতে ভুল করে নিজ জালে জড়িয়ে ফেলেন। ফল যা হওয়ার হয়ও তা। ১-০ তে এগিয়ে যায় আলেসান্দ্রো সাবেলার শীর্ষরা।
তবে আলেসান্দ্রো সাবেলার শীর্ষদের দোড় ওইটুকুই। খেলার প্রথমার্ধ শেষ হলেও গোলের আর কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি আর্জেন্টিনা। এমনকি ফ্যাব ফোরের তিন সদস্য লিয়নেল মেসি, সার্জিও আগুয়েরো ও অ্যাঞ্জেল ডি মারিয়া কেউ তেমন কোনো ঝলকও দেখাতে পারেননি।
উল্টো বসনিয়ার আক্রমণ ভাগের খেলোয়াড়দের আক্রমণ ঠেকাতেই তটস্থ ছিলো আর্জেন্টিনার রক্ষণভাগ। ভাগ্য সহায় হলে গোল পরিশোধ করে এগিয়েও যেতে পারতো বসনিয়া।
খেলার ৫০ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ৬০ শতাংশ বল দখল করে খেলছে। অপরদিকে বসনিয়ার দখলে ছিলো ৪০ শতাংশ। তবে বল ট্যাকলে এগিয়ে বসনিয়া। তাদের ১৪টি ট্যাকলের বিপরীতে আর্জেন্টিনা বল ট্যাকল করেছে ৮টি।
আর ম্যাচের একমাত্র হলুদ কার্ডও পেয়েছে আর্জেন্টিনা। অবশ্য স্যাবেয়ার শীর্ষরা এরই মধ্যে ফাউল করেছে ৭টি। আর বসনিয়া ফাউল করেছে মাত্র ৪টি।
বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৪