ঢাকাঃ এক দিকে আলো ঝলমলে স্টেডিয়ামে বিশ্ব কাঁপাচ্ছে 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' আর অন্যদিকে সাধারন মানুষ বলছে 'বাঁচতে দাও' -- এবার নেপথ্যের দৃশ্যপট তুলে আনলেন মারিও তামা নামে 'গেটি ইমেজ' আলোকচিত্রী।
তার ছবি তুলে এনেছে এক অদ্ভুত নৈকট্য।
যে দেশের বেশিরভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে, সেখানে শুধুমাত্র বিশ্বকাপের জন্য অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ যে আসলে শ্বেতহস্তীর শামিল - তা আর বলার অপেক্ষা রাখে না।
তবুও প্রত্যাশা, বিশ্বকাপের অর্জিত অর্থ দিয়েই না হয় হোক তাদের জীবনমানের উন্নয়ন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৪