ঢাকা: পেনাল্টি থেকে মাত্র ১২ মিনিটে পর্তুগালের জালে প্রথম বল জড়ান থমাস মুলার। প্রথমার্ধের খেলার অতিরিক্ত সময়ে ৪৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন।
খেলার ৩২ মিনিটের মাথায় হেডের মাধ্যমে দলের পক্ষে অপর গোলটি করেন ম্যাট হিউমেলস।
২০১০ সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একমাত্র হ্যাট্রিক করেন আর্জেন্টিনার গঞ্জালেজ হিগুয়েন। এছাড়া ২০০২ সালের বিশ্বকাপে পর্তুগালের পাওলেতা এবং জার্মানির মিরোস্লাভ ক্লোসা হ্যাট্রিক করেন।
তবে ২০০৬ সালের বিশ্বকাপে কোনো খেলোয়াড় হ্যাট্রিক করতে পারনেনি।
বিশ্বকাপের এবারের আসরে একম্যাচে ব্রাজিলের নেইমার, নেদারল্যান্ডের পার্সি ও রোবেন দু’টি করে গোল করেছেন।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৪