ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এবারের বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক মুলারের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
এবারের বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক মুলারের

ঢাকা: পেনাল্টি থেকে মাত্র ১২ মিনিটে পর্তুগালের জালে প্রথম বল জড়ান থমাস মুলার।   প্রথমার্ধের খেলার অতিরিক্ত সময়ে ৪৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন।

এরপর ৭৮ মিনিটে গোল করে বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করলেন মুলার।

খেলার ৩২ মিনিটের মাথায় হেডের মাধ্যমে দলের পক্ষে অপর গোলটি করেন ম্যাট হিউমেলস।

২০১০ সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একমাত্র হ্যাট্রিক করেন আর্জেন্টিনার গঞ্জালেজ হিগুয়েন। এছাড়া ২০০২ সালের বিশ্বকাপে পর্তুগালের পাওলেতা এবং জার্মানির মিরোস্লাভ ক্লোসা হ্যাট্রিক করেন।

তবে ২০০৬ সালের বিশ্বকাপে কোনো খেলোয়াড় হ্যাট্রিক করতে পারনেনি।

বিশ্বকাপের এবারের আসরে একম্যাচে ব্রাজিলের নেইমার, নেদারল্যান্ডের পার্সি ও রোবেন দু’টি করে গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।