ঢাকা: বিশ্বকাপের এবারের আসরের ‘জি’ গ্রুপের খেলায় বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায় মাঠে নামছে ঘানা ও যুক্তরাষ্ট্র। দল দু’টির এটি তৃতীয় সাক্ষাত।
এর আগে দল দু’টি দু’বার মুখোমুখি হয়। দুই বারেই ২-১ গোলে জয় পায় পশ্চিম আফ্রিকার দেশ ঘানা।
২০১০ এর কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া ঘানা ২০০৬ সালে দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ে। অন্যদিকে ১৯৩০ সালে সেমিফাইনালে উঠলেও ২০০২ সালের আগে বিশ্বকাপে উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই যুক্তরাষ্ট্রের। ২০০২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ওঠে দলটি। ৪-৪-২ ফরমেটে খেলবে দলটি।
ঘানা একাদশ: কোয়ারাসি (গোলরক্ষক), জিয়ান (অধিনায়ক), ওপারে, আতসু, আন্দ্রে আইয়ু, মুনতারি, জে. আইয়ু, রাবিউ, মেনসা, আসামোয়া ও বোয়ে।
কোচ: আকওয়াসি আপিয়াহ।
যুক্তরাষ্ট্র একাদশ: টিম হাওয়ার্ড (গোলরক্ষক), ব্রাডলি, বিসলার, বিসলে, ডেম্পসি (অধিনায়ক), বেদোয়া, জোন্স, বেকারম্যান, আল্টিডোর, ক্যামেরুন এবং জনসন। ৪-২-৩-১ ফরমেটে খেলবে তারা।
কোচ: ইর্য়ুগেন ক্লিন্সম্যান।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, জুন ১৭, ২০১৪