ঢাকা: চোখে দেখেন না, পারেন না কথা বলতে। তাতে কি! এজন্য কি প্রিয় দলের প্রতি ভালোবাসা বন্ধ থাকতে পারে? চোখে না দেখলেও তিনি উপভোগ করেছেন নেইমার-অস্কারদের গোল! এতদিনে বোধহয় পাওয়া গেলে প্রকৃত অন্ধভক্ত!
ভাবছেন কীভাবে?
কার্লোস নামে ব্রাজিল ফুটবল দলের এ অন্ধভক্তের ভালোবাসার প্রতি সম্মান দেখিয়েছেন পরিবারের সদস্য ও বন্ধুরা।
এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, কার্লোস চোখে দেখেন না, কথাও বলতে পারেন না। পরিবারের সদস্য ও বন্ধুরা মিলে তার জন্য একটি ‘রেপ্লিকা’ খেলার মাঠ তৈরি করেছেন। খেলা চলাকালে কোথায় বল আছে বা কার পায়ে আছে এসব বিষয় তাকে রেপ্লিকার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়।
এসবের মাধ্যমে ব্রাজিল ভক্ত কার্লোস উদ্বোধনী ম্যাচে ক্রেয়েশিয়ার বিপক্ষে উপভোগ করেন নেইমার ও অস্কারের গোল।
সেদিনের ম্যাচে ক্রেয়েশিয়ার ডিবক্সে বল কিক করতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের ধাক্কায় পড়ে যান ফ্রেড। আর বিষয়টি যদি কার্লোসকে কল্পনা করতে বলা হয়, ভেবে দেখুন!
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ১৭, ২০১৪