টানটান উত্তেজনার ম্যাচে আইভরিকোস্টকে হারিয়ে শেষ ১৬’তে জায়গা করে নিল গ্রিস। এর মাধ্যমে আইভরিকোস্টের নকআউট পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল।
খেলেছিলেনও সেভাবে কিন্তু খেলার ৯০ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি সর্বনাশ ডেকে আনে আফ্রিকানদের।
ম্যাচের ফলাফল গ্রিস ২, আইভরিকোস্ট ১। গ্রিসের পক্ষে গোল দুটি করেন সামারিস (৪২ মিনিটে) ও সামারাস (৯০ মিনিটে)। আইভরিকোস্টের হয়ে গোল করেন উয়িলফ্রাইড বনি।
প্রথমার্ধে পিছিয়ে থাকা আইভরিকোস্ট ৭৩ মিনিটে উয়িলফ্রাইড বনির গোলে সমতায় ফেরে। এর আগে ম্যাচের ৪১ মিনিটে জর্জজিওসের এগিয়ে দেওয়া বলে আন্দ্রেস সামারিসের দারুণ শটে গোল করে এগিয়ে যায় গ্রিসরা। ওটাই ছিল গ্রিসের চলতি বিশ্বকাপের প্রথম গোল।
বলের দখলে এগিয়ে ছিল আইভরিকোস্ট। তাদের কাছে বল ছিল মোট সময়ের ৫৪ ভাগ। আর গ্রিসের দখলে ৪৬ ভাগ। খেলা শেষে শট হিসেবে করে দেখা যায় আইভরিকোস্টের ১৩টি শটের মধ্যে ৫টি সফল হয়েছে। অন্যদিকে গ্রিস সমান সংখ্যক শট করে চারটিতে অন গোল হয়। গ্রিস ফাউল করে ১২ বার আর আইভরিকোস্ট ২৩ বার।
বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, জুন ২৫, ২০১৪