ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধ রাশিয়ান খেলোয়াড়দের!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধ রাশিয়ান খেলোয়াড়দের! ছবি: সংগৃহীত

ঢাকা: খেলোয়াড়দের সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধ করছেন রাশিয়ার কোচ ফাবিও ক্যাপোলো।

তিনি বলেন, বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়রা ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামসহ কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না।

ব্রাজিল ত্যাগ করে ফের তারা এসব ব্যবহার করতে পারবেন।

তিনি আরও বলে, টুইট অনেক সময় বিদ্রুপের কারণ। খেলোয়াড়দের এ ধরনের বিদ্রুপ থেকে দূরে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বকাপের ২০তম আসরের ষষ্ঠ দিন মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৪টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে রাশিয়া।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।