ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের ঘটনাবহুল পঞ্চমদিন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
বিশ্বকাপের ঘটনাবহুল পঞ্চমদিন ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের ২০তম আসরের প্রথম পাঁচ দিনে ১৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে তৃতীয় দিন উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দেয় কোস্টারিকা।

তবে এখন পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে ঘটনাবহুল দিন ছিল পঞ্চম দিন।

পঞ্চম দিন সোমবার তিনটি খেলা অনুষ্ঠিত হয়। খেলা তিনটিই কোনো না কোনোভাবে স্মরণীয়।

প্রথম খেলায় পর্তুগালকে ৪ গোলে হারায় জার্মানি। ঘটনাবহুল এ দিনে বিশ্বকাপের এবারের আসরে প্রথম হ্যাট্রিক করেন জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার থমাস মুলার। মুলারকে ফাউল করে লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন পর্তুগালের মিড ফিল্ডার পেপে।

দিনের দ্বিতীয় খেলায় ‘সুপার ঈগল’ খ্যাত নাইজেরিয়াকে কোনো গোল করতে দেয়নি বিশ্বকাপের এবারের আসরে এশিয়ার সেরা দল হয়ে আসা ইরান। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। যা এবারের আসরের গোলশূন্য প্রথম কোনো ম্যাচ।

তৃতীয় খেলায় মাত্র ৩২ সেকেন্ডে ঘানার জালে বল পাঠিয়ে বিশ্বকাপের এবারের আসরে দ্রুততম গোল করার রেকর্ড করেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক ডাম্পসি। ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে প্রতিশোধও নেয় যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।