ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডাচ বাধা পেরুতে ব্যর্থ হবে আর্জেন্টিনা: ভারতোনঘেন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
ডাচ বাধা পেরুতে ব্যর্থ হবে আর্জেন্টিনা: ভারতোনঘেন

ঢাকা: নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালেই আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাবে বলে বিশ্বাস করেন বেলজিয়ামের লেফটব্যাক জান ভারতোনঘেন। বিশ্বমঞ্চের দ্বিতীয় সেমিফাইনালে ডাচদের বিপক্ষে লড়তে হবে আর্জেন্টাইনদের।



কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে ২৪ বছর পর সেমিতে উঠেছে আর্জেন্টিনা। তাদের স্বপ্ন বিশ্বশিরোপা ঘরে নিয়ে যাওয়া। আর এজন্য তাদের প্রথম পাড়ি দিতে হবে ডাচ বাধা।

তবে ভারতোনঘেন আর্জেন্টিনার ভাগ্যে বিশ্বশিরোপা জয়ের ঘটনা এবার আর ঘটবে না বলে জানান। তিনি বলেন, ‘আমি মনে করি আর্জেন্টিনা সেমিফাইনাল থেকে বিদায় নিবে। নেদারল্যান্ডসের সঙ্গে তারা টক্কর দিতে ব্যর্থ হবে। ’

২৭ বছর বয়সী টটেনহামের হয়ে খেলা ভারতোনঘেন আরো বলেন, ‘নেদারল্যান্ডস অনেক শক্তিশালী দল। তাদের বেশ কিছু ভাল খেলোয়াড় রয়েছে। তারা সবসময় বল পায়ে শান্ত থাকে। আর্জেন্টিনাকে হারাতে ভাল যোগ্যতাই রাখে ডাচরা। ’

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ৬ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।