ঢাকা: আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, তাদের প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনালে উঠা। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ইতোমধ্যেই তাদের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে বলে জানান মেসি।
২৭ বছর বয়সী আর্জেন্টিনার প্রধান সৈনিক সামনে থেকে তার দলকে নেতৃত্ব দিচ্ছেন। পাঁচ ম্যাচে চার গোল করে গোল্ডেন বুটের দৌড়ে অনেকটা এগিয়ে আছেন তিনি। হয়েছেন টানা চার ম্যাচের ম্যাচ সেরা। এখন পর্যন্ত তার দল অপরাজিত রয়েছে।
দ্বিতীয় সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। দল সম্পর্কে বলতে গিয়ে বার্সেলোনার ফরোয়ার্ড বললেন, ‘আমরা আমাদের প্রথম লক্ষ্যে পৌঁছে গেছি। শেষ চারে উঠেছি। এখন আমরা আমাদের প্রধান লক্ষ্যে পৌঁছতে চাই। ’
চার বার ব্যালন ডি’অর জেতা মেসি আরো বলেন, ‘প্রাথমিক লক্ষ্য পূরণের পর এখন আমরা পরের ম্যাচ নিয়ে ভাবছি। আর আমরা সে ম্যাচের জন্য প্রস্তুত। ’
দেশের হয়ে ৯২তম ম্যাচে নামতে যাওয়া আর্জেন্টাইন অধিনায়ক দীপ্তকণ্ঠে বলেন, ‘আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই। আজ (বেলজিয়ামের বিপক্ষে) আমি একটু ভিন্নভাবে খেলেছি। অন্য ম্যাচের থেকে বেশি দৌঁড়েছি। যখন আমি বলের দিকে গিয়েছি, তখন বেশ ক্লান্তি অনুভব করেছি। কিন্তু সব থেকে বড় ব্যাপার আমরা একটি দল হয়ে খেলতে পেরেছি। ’
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ৬ জুলাই ২০১৪