ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নিজেকে হত্যা করতে পারবো না: নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
নিজেকে হত্যা করতে পারবো না: নেইমার নেইমার-ছবি:সংগৃহীত

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অরের প্রত্যাশা থাকে প্রতিটি খেলোয়াড়ের মাঝেই। তেমনটি রয়েছে বার্সেলোনা তারকা নেইমারেরও। তবে এটি জিততে না পারলেও কোনো সমস্যা দেখছেন না ব্রাজিলিয়ান সেনসেশন।

ঢাকা: বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অরের প্রত্যাশা থাকে প্রতিটি খেলোয়াড়ের মাঝেই। তেমনটি রয়েছে বার্সেলোনা তারকা নেইমারেরও।

তবে এটি জিততে না পারলেও কোনো সমস্যা দেখছেন না ব্রাজিলিয়ান সেনসেশন।

এবারের ব্যালন ডি’অর পুরস্কারের তালিকায় পঞ্চমস্থানে থেকে শেষ করেছেন নেইমার। যেখানে তারই সতীর্থ লিওনেল মেসিকে হটিয়ে অ্যাওয়ার্ডটি জিতেছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। আর তালিকার তৃতীয়স্থান দখল করেন অ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান।

এ প্রসঙ্গে নেইমার জানান, ‘বার্সেলোনায় আমি খুবই খুশি। এখানের জীবনধারা ও সতীর্থ সবই অসাধারণ। অবশ্যই ব্যালন ডি’অর আমার স্বপ্ন। তবে এটার জন্য আমি তো নিজেকে হত্যা করতে পারি না। ’

তরুণ এ তারকা আরও বলেন, ‘আমি বার্সাতে অনেক ভালো আছি। এটা আসলে কোনো সমস্যাই না, যদি আমি ব্যালন ডি’অর না জিতি। আমি পুরস্কারের জন্য ফুটবল খেলি না। আমি ফুটবল খেলি তৃপ্তির জন্য, কারণ আমি এটাকেই ভালোবাসি। ’

শেষে মেসির প্রসংশা করে নেইমার যোগ করেন, ‘ব্যালন ডি’অর জয়টা হচ্ছে কাজের ধারাবাহিক সাফল্য। আর আমার মতে শুধুমাত্র লিওনেল মেসিই এই পুরস্কারটি জেতার ক্ষমতা রাখে। ’

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।