ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রিমিয়ার লিগে অখ্যাত ইহেনাচোর ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
প্রিমিয়ার লিগে অখ্যাত ইহেনাচোর ইতিহাস কেলেচি ইহেনাচো/ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে সেরা গোল স্কোরিং রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গেছেন অখ্যাত কেলেচি ইহেনাচো। সময়ের হিসেবে গোল করার পরিসংখ্যানে ইতিহাস গড়েছেন ম্যানচেস্টার সিটির ২০ বছর বয়সী নাইজেরিয়ান ফরোয়ার্ড।

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে সেরা গোল স্কোরিং রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গেছেন অখ্যাত কেলেচি ইহেনাচো। সময়ের হিসেবে গোল করার পরিসংখ্যানে ইতিহাস গড়েছেন ম্যানচেস্টার সিটির ২০ বছর বয়সী নাইজেরিয়ান ফরোয়ার্ড।

সবশেষ বক্সিং ডে’তে (২৬ ডিসেম্বর, ক্রিসমাসের পরদিন) হাল সিটির মাঠে ৩-০ গোলে জেতা ম্যাচটিতে এমন কীর্তিতে নাম লেখান ইহেনাচো। বদলি হিসেবে খেলার ৭৮ মিনিটে স্বাগতিকদের জালে বল পাঠান এ উঠতি স্ট্রাইকার।

মিনিট প্রতি গোলের হিসেবে প্রতি ৯৬ মিনিটে ইহেনাচোর নামের পাশে এখন একটি করে গোল। প্রিমিয়ার লিগ ইতিহাসে কমপক্ষে ১০টি গোল বিবেচনায় এমন অসাধারণ রেকর্ড গড়েছেন তিনি।

ইউরোপের সবচেয়ে কঠিন লিগে মাত্র দ্বিতীয় মৌসুমে এসে এমন অভাবনীয় অর্জনে নজর কেড়েছেন ইহেনাচো। গত বছর ম্যানুয়েল পেলেগ্রিনির অধীনে তার সিটিজেনদের সিনিয়র টিমে অভিষেক হয়। বর্তমানে পেপ গার্দিওলার কোচিংয়ে নিজেকে মেলে ধরছেন।

এখন পর্যন্ত ৩৮ ম্যাচের মধ্যে ১৯টি শটে ১২ বার সফল হয়েছেন ইহেনাচো। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে গোলসংখ্যা ২০টি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।