ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফুটবল

বার্সার সমালোচনায় ব্রাজিল কিংবদন্তি রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
বার্সার সমালোচনায় ব্রাজিল কিংবদন্তি রোনালদো রোনালদো-ছবি:সংগৃহীত

এক সময় বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। তবে দারুণ খেলেও বেশি দিন কাতালান ক্লাবে থাকা হয়নি তার। এর কারণ হিসেবে তারকা এ স্ট্রাইকার ক্লাবটির সঙ্গে ফুটবলারদের আলোচনার অন্ধকার দিককে তুলে ধরেন।

১৯৯৬-৯৭ মৌসুমে বার্সায় যোগ দেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭টি গোলও করেন।

তবে ১২ মাসের বেশি থাকা হয়নি তার। পরের মৌসুমেই বার্সা থেকে ইন্টার মিলানে বেচে দেওয়া হয় তাকে।

সেলেকাওদের হয়ে বিশ্বকাপ জয়ী ও বর্ষসেরা ফুটবলারের খেতাব পাওয়া রোনালদো অবশ্য চাননি বার্সা ছাড়তে। সে নতুন চুক্তি করে থাকতেই চেয়েছিলেন। তবে পরবর্তীতে দেখা যায় উচ্চ দামে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে।

বর্তমানে বার্সার সেরা তারকা লিওনেল মেসির সঙ্গেও নতুন চুক্তি নিয়ে গড়িমসি করছে দলটি। তবে সবার ক্ষেত্রে একই রকম নাও হতে পারে বলে মনে করেন রোনালদো।

রোনালদো বলেন, ‘বার্সেলোনার আমার অভিজ্ঞতা ছিল অসাধারণ। তবে সেখানে আমার খেলে যাওয়াটা সম্ভব হয়নি। কিন্তু এখানে অামার কোনো ভুল ছিল না। ’

তিনি আরও বলেন, ‘মৌসুম শেষ হওয়ার আগে আমি তাদের সঙ্গে একটি চুক্তি করতে সমর্থ হই। তবে এক সপ্তাহ পরেই বার্সার আইজীবি ও প্রেসিডেন্ট আমার জন্য ২৯ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ ধরে। আমি বলতে চাই ক্লাবে বর্তমান ধারাও এমনই রয়েছে। ’

রোনালদো আরও যোগ করেন, ‘তারা ভিন্ন ভাবে সবকিছু পরিচালনা করে। উদাহারণ হিসেবে নেইমারের ব্যাপারটি। আমি নিশ্চিত এখনও কেউ যানে না কি হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।