ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ফুটবল

বার্সা-চেলসির কোয়ার্টারে ওঠার লড়াই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
বার্সা-চেলসির কোয়ার্টারে ওঠার লড়াই ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও চেলসি। অ্যাওয়ে গোলের সুবাদে সুবিধাজনক অবস্থানে থেকে ন্যু ক্যাম্পে ব্লুজদের আতিথ্য দেবে কাতালানরা।

বুধবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় খেলা শুরু হবে। স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত শেষ ষোলোর প্রথম লেগ ১-১ গোলের ড্রয়ে নিষ্পত্তি হয়।

উইলিয়ানের গোলে পিছিয়ে পড়ার পর বার্সাকে সমতায় ফেরান লিওনেল মেসি।

এদিকে, রাত ১১টায় বেসিকতাসের মাঠে নামবে প্রথম লেগে ৫-০ গোলে জিতে শেষ আটে এক পা দিয়ে রাখা বায়ার্ন মিউনিখ।

টিকে থাকার লড়াইয়ে গোল করার বিকল্প নেই চেলসির। কাজটি হবে কঠিন চ্যালেঞ্জিং। হোম ভেন্যুতে ইউরোপিয়ান প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য বার্সা। পাঁচ বছরে নিজেদের সবশেষ ২৪ ম্যাচে ২২টিতেই জয় (দু’টি ড্র) নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ পরাশক্তিরা।

ছবি: সংগৃহীতসাম্প্রতিক পারফরম্যান্সেও দারুণ ছন্দে বার্সা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৪ ম্যাচেই অপরাজেয় আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা। যেখানে শেষ পাঁচ ম্যাচের দু’টিতে হারের হতাশায় ডুবেছে অ্যান্তোনিও কন্তের চেলসি।

চ্যাম্পিয়নস লিগের ২০১১-১২ আসর থেকে অনুপ্রেরণা নিতে পারে ইংলিশ জায়ান্টরা। সেবার ন্যু ক্যাম্পে এসে সেমিফাইনালের ফিরতি পর্বের ম্যাচে বার্সা শিবিরে হতাশা উপহার দিয়েছিল নীল জাসিধারীরা। ২-২ গোলের ড্রয়ে ৩-২ অ্যাগ্রিগেটে (প্রথম লেগ ১-০) ফাইনালে উঠে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল চেলসি।

তৃতীয় ছেলের বাবা হওয়া মেসি মালাগার বিপক্ষে সবশেষ লিগ ম্যাচটি মিস করেন। চেলসি ম্যাচে একাদশে ফিরছেন বার্সার প্রাণভোমরা। ইনজুরি আক্রান্ত আন্দ্রেস ইনিয়েস্তা অনুশীলনে ফিরেছেন। আছেন স্কোয়াডে। ফিট না হওয়ায় সাইডলাইনে রাইটব্যাক নেলসন সেমেদো।

অন্যদিকে, স্কোয়াডে থাকলেও চেলসি সেন্টারব্যাক ডেভিড লুইজের খেলার সম্ভাবনা কম। একই শঙ্কায় মিডফিল্ডার রস বার্কলি। এ ম্যাচ দিয়ে ন্যু ক্যাম্পে পা রাখছেন বার্সার দুই সাবেক তারকা সেস ফ্যাব্রিগাস ও পেদ্রো রদ্রিগেজ।

ছবি: সংগৃহীতফ্যাব্রিগাস-পেদ্রোর সঙ্গে বার্সার মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারেন ইডেন হ্যাজার্ড, আগের ম্যাচের গোলস্কোরার উইলিয়ান ও সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার আলভারো মোরাতা। চেলসির রক্ষণ ব্যতিব্যস্ত করে রাখতে আক্রমণভাগে মেসির সঙ্গী লুইস সুয়ারেজ ও ওসমান ডেম্বেলে।

চ্যাম্পিয়নস লিগের একই মৌসুমে দুই ক্লাবে খেলার নিয়ম না থাকায় চেলসি ম্যাচে দর্শক ভূমিকায় সাবেক লিভারপুল সুপারস্টার ফিলিপ্পে কুতিনহো।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।