ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেয়েদের ফুটবলে স্বর্ণ জিতলো ঢাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
মেয়েদের ফুটবলে স্বর্ণ জিতলো ঢাকা ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ যুব গেমসে মেয়েদের ফাইনালে ময়মনসিংহকে ৩-১ গোলে হারিয়ে স্বর্ণ জিতেছে ঢাকার মেয়েরা।

ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমবুধবার (১৪ মার্চ) শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে মারুফার গোলে এগিয়ে যায় ময়মনসিংহ। ১৯ মিনিটে ময়নার আত্মঘাতী গোল ঢাকাকে ১-১ এ সমতায় ফেরায়।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ঢাকাকে। ৪০ মিনিটে রত্না খাতুন ও এর তিন মিনিট পর শাহেদা আক্তার রিফার লক্ষ্যভেদে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমপিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের পুরো সময় ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করেছে ময়মনসিংহ। কিন্তু ঢাকার গড়া রক্ষণ দুর্গে তাদের সেই চেষ্টা ব্যর্থতায় রূপ নেয়। নির্ধারিত সময় শেষে সোনালী গৌরব নিয়ে মাঠ ছাড়ে ঢাকার অদম্য মেয়েরা।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।