ছবি:সংগৃহীত
স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে এস্পানিওলের মুখোমুখি হবে বার্সেলোনা। কাতালান ডার্বির এ ম্যাচে প্রতিপক্ষের মাঠে আতিথেয়তা নিতে যাবে আর্নেস্তো ভালভার্দের দল। তাই এমন ম্যাচে কোনো ছাড় দিতে চান না দলের কোচ। তাইতো তিনি ১৮ সদস্যের স্কোয়াডে লিওনেল মেসির সঙ্গে আরও দুই লাতিন আমেরিকান তারকা লুইস সুয়ারেস ও আরতুরো ভিদালকে নিয়ে যাচ্ছেন।
দলে নেওয়া হয়েছে তরুণ ফরোয়ার্ড তারকা আনসু ফাতিকেও। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন দলের সেরা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
এছাড়া ওমানে দেম্বেলে ও আর্থার মেলোর মতো তারকারাও ইনজুরিতে ছিটকে পড়েছেন।
ম্যাচটি বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে।
বার্সেলোনার ১৮ সদস্যের দল:
গোলরক্ষক: নেতো, ইনাকি পেনা।
রক্ষণভাগ: নেলসন সেমেদো, জেরার্ড পিকে, ক্লিমেন্ট লংলে, জর্দি আলবা, সের্জি রবার্তো, স্যামুয়েল উমতিতি, জুনিয়র ফিরপো।
মধ্যমভাগ: ইভান রাকিতিচ, সার্জিও বুসকেতস, ফ্রেঙ্কি ডি ইং, আরতুরো ভিদাল।
আক্রমণভাগ: লুইস সুয়ারেস, লিওনেল মেসি, আঁতোয়া গ্রিজম্যান, কার্লেস পেরেস, আনসু ফাতি।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।