ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

স্প্যানিশ সুপার কাপে ছিটকে গেলেন রিয়ালের হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
স্প্যানিশ সুপার কাপে ছিটকে গেলেন রিয়ালের হ্যাজার্ড স্প্যানিশ সুপার কাপে ছিটকে গেলেন রিয়ালের হ্যাজার্ড

আগামী সপ্তাহে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ বা সুপারকোপা দে স্পানার সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তবে ইনজুরি থেকে সেরে না ওঠায় এ ম্যাচে রিয়ালের হয়ে খেলা হচ্ছে না এডেন হ্যাজার্ডের।

এ ম্যাচের আগে লা লিগার ম্যাচে গেতাফের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। তবে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোচ জিনেদিন জিদান জানিয়ে দিয়েছেন, নিজেকে এখনও ফিট প্রমাণ করতে না পারায় সুপার কাপে খেলতে পারেছেন না হ্যাজার্ড।

জিদান বলেন, ‘সুপার কাপে হ্যাজার্ড ছিটকে গেছে। আশাকরি এরপর সে দ্রুতই ফিরবে। ’

সৌদিতে হ্যাজার্ডের না খেলা মানে, বেলজিয়ান এই তারকা উইঙ্গারকে অন্তত ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে। এর আগে গত নভেম্বরে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন ২৮ বছর বয়সী সাবেক চেলসি তারকা।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।