রোববার (১৫ মার্চ) নিজের ২৭তম জন্মদিন পালন করেছেন বর্তমানের ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা পগবা। আর এই জন্মদিনেই ঘোষণা দেন তহবিল গঠন করে ইউনিসেফকে ২৭ হাজার পাউন্ড দিতে চান (বাংলাদেশি অর্থে প্রায় সাড়ে ২৮ লাখ টাকা)।
নিজের ইন্সটাগ্রাম পোস্টে পগবা লিখেন, ‘আজ আমার জন্মদিন। আর এটা জেনে ভালো লাগছে যে আমি, আমার পরিবার ও বন্ধুরা সবাই সুস্থ আছে। তবে অনেকেরই শারীরিক অবস্থা ভালো না। করোনাভাইরাস মহামারী প্রচুর মানুষের শরীরে আঘাত হেনেছে। বিশেষ করে দরিদ্র ও শিশুরা ভালো নেই। কঠিন এই সময়ে আমাদের উচিৎ একতাবদ্ধ থাকা। ’
এদিকে জানা যায়, পোগবা যে অর্থ তুলতে পারবেন তা দস্তানা, অস্ত্রোপচারের সময় ব্যবহৃত হয় যে মাস্ক এবং বিশেষ প্রতিরোধকারী চশমা কেনার কাজেও খরচ করা হবে।
পগবা এর আগেও নিজের জন্মদিনে সুপেয় পানীয়ের জন্য তহবিল গঠন করে একটা ভালো অঙ্কের অর্থ তুলেছিলেন।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমএমএস