ছবি:সংগৃহীত
স্প্যানিশ ফুটবল ক্লাব স্পানিওলের ফুটবলার ও কোচিং স্টাফসহ ছয় জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (মার্চ ১৭) বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। গত ১৩ মার্চ থেকেই ক্লাবটি তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেয়। পরে সবাই স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে যান।
এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ বলেছে, ‘বার্সেলোনা শহরের স্পানিওল ক্লাবের ছয় জন ফুটবলার ও কোচিং স্টাফকে করোনার টেস্ট করা হয়েছিল এবং সবার টেস্টই পজিটিভ এসেছে, যেটা তারা কয়েক ঘণ্টা ধরে বহন করছে। তাদের সবার মধ্যেই করোনার লক্ষণ দেখা গিয়েছিল।
’
এর আগে স্প্যানিশ লা লিগার আরেক ক্লাব ভ্যালেন্সিয়ার খেলোয়াড় ও স্টাফদের প্রায় ৩৫ শতাংশ করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
আরএআর/এমএমএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।